30 C
আবহাওয়া
৯:১৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২৪, ২০২৪
Bnanews24.com
Home » গাজীপুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু,গ্রেফতার-১

গাজীপুরে বিষাক্ত মদপানে ৩ জনের মৃত্যু,গ্রেফতার-১


বিএনএ,গাজীপুর:গাজীপুরে একটি রিসোর্টে বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু ঘটনায় জহিদ মৃধা(৪২)নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার(৪ ফেব্রুয়ারি)রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মদ সরবরাহের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।জাহিদ মৃধার গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আমবৌলা এলাকায়।

শুক্রবার দুপুরে(০৫ জানুয়ারি)এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম।তিনি বলেন,গত ২৮ জানুয়ারি গাজীপুরের ওই রিসোর্টে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ৪৩ জন কর্মী বেড়াতে যান।৩০ জানুয়ারি দুপুরে ঢাকায় ফেরার পথে তাদের মধ্যে অন্তত ১৬ জন অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।অসুস্থদের মধ্যে একজন ওই রাতেই, পরদিন (৩১ জানুয়ারি) সকালে একজন এবং ১ ফেব্রুয়ারি আরও একজনসহ মোট ৩ জন মারা যান।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার বলেন,চাঞ্চল্যকর এ ঘটনায় ব্যাপক তদন্ত চলছে।রিসোর্টের কোনো স্টাফ এ বিষয়ে জড়িতে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।পুলিশের তৎপরতায় মৃতদেহের সুরতহাল ও ময়নাতদন্তের মাধ্যমে রিসোর্টে অবস্থানকালে বিষাক্ত মদপানের বিষয়টি প্রাথমিকভাবে স্পষ্ট হয়েছে।ওই ঘটনায় অসুস্থ হওয়া ব্যক্তিরা মদপানের বিষয়টি পুলিশকে জানিয়েছেন।এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে শ্রীপুর থানায় একটি মামলা করেছে পুলিশ।পরে মামলাটি গোয়েন্দা পুলিশে (ডিবি) হস্তান্তর হলে তদন্তে তৎপরতা বেড়ে যায়।এর ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা পুলিশের ডিবির ওসি নিতাই চন্দ্র সরকারের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে নিকুঞ্জ থেকে জাহিদ মৃধাকে গ্রেফতার করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি মদ সরবরাহের কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ