বিশ্বডেস্ক: মালয়েশিয়ার উপকূলরক্ষী বাহিনী প্রায় ৩০০ মিয়ানমারের অভিবাসী বহনকারী দুটি নৌকাকে তাদের জলসীমা থেকে ফিরিয়ে দিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, খাদ্য ও পানির অভাবে ক্লান্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়েছিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে রবিবার(৫ জানুয়ারি) এ তথ্য প্রকাশিত হয়েছে।
শুক্রবার লাঙকাউই দ্বীপের উপকূল থেকে প্রায় দুই নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে নৌকাগুলো শনাক্ত করা হয়। পরে অভিবাসীদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় মালয়েশীয় উপকূলরক্ষী বাহিনী।
উপকূলরক্ষী বাহিনীর মহাপরিচালক মোহাম্মদ রোসলি আবদুল্লাহ শনিবার এক বিবৃতিতে বলেন, “আমরা থাই আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি, যাতে নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে আরও তথ্য পাওয়া যায়।”
তবে অভিবাসীরা রোহিঙ্গা কিনা, সে বিষয়ে উপকূলরক্ষী বাহিনী নিশ্চিত করেনি। মিয়ানমারে নির্যাতনের শিকার মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গারা দেশটি থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানায় এবং তাদের বিদেশি অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করে।
এর আগে শুক্রবার লাঙকাউই দ্বীপের একটি সৈকতে নৌকা ভিড়ানোর পর মালয়েশীয় পুলিশ ১৯৬ জন মিয়ানমারের অভিবাসীকে আটক করে। তাদের মধ্যে ৭১ জন শিশু এবং ৫৭ জন নারী রয়েছেন। পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে তারা সবাই রোহিঙ্গা।
আটক অভিবাসীদের নথিভুক্ত করার পাশাপাশি তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে বলে জানিয়েছে পুলিশ।
অক্টোবর থেকে এপ্রিলের মধ্যে সাগর শান্ত থাকায় অনেক রোহিঙ্গা ভঙ্গুর কাঠের নৌকায় করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ এবং থাইল্যান্ডের মতো দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন।
মালয়েশিয়া শরণার্থী মর্যাদা স্বীকৃতি দেয় না। সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী নৌকাগুলো ফিরিয়ে দিয়েছে এবং নথিহীন অভিবাসীদের দমনে হাজার হাজার মানুষকে জনাকীর্ণ বন্দিশিবিরে আটক করেছে।
বিএনএনিউজ২৪, এসজিএন