25 C
আবহাওয়া
৫:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » অভিনেতা প্রবীর মিত্র আর নেই

অভিনেতা প্রবীর মিত্র আর নেই

অভিনেতা প্রবীর মিত্র

ঢাকা : খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার(৫ জানুয়ারী, ২০২৫) রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিনেতার পারিবারিক সূত্র জানায়, ৮১ বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দিনে দিনে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন । তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুল জীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন।

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ