18 C
আবহাওয়া
৮:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ৭, ২০২৫
Bnanews24.com
Home » শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়

শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়


বিএনএ ডেস্ক : পঞ্চগড়ে তিনদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। রোববার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি। দিনের তাপমাত্রা (সর্বোচ্চ) রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৬ ডিগ্রি।

এর আগে শুক্রবার ৮ দশমিক ৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ডের মাধ্যমে শুরু হয় এই শৈত্যপ্রবাহ। এর প্রভাবে প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন হালকা কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় সর্বনিম্ন ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আদ্রতা ৮৯ শতাংশ। তিনদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলমান। এই সপ্তাহে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ