বিএনএ ডেস্ক: একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন আগামী রোববার পর্যন্ত মূলতবি রাখা হয়েছে। সেদিন বিকাল ৪.১৫ মিনিটে সংসদের অধিবেশন আবার শুরু হবে।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হয়।
এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বছরের প্রথম (শীতকালীন) এই অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সংসদ সচিবালয় সূত্র জানায়, এবারের অধিবেশন দীর্ঘ হবে। অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল সংসদের বিবেচনার অপেক্ষায় রয়েছে। গত ৬ নভেম্বর ২০তম অধিবেশন শেষ হয়। ওই অধিবেশন চলে মাত্র ৬ কার্যদিবস।
এছাড়া এই অধিবেশন হবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শেষ অধিবেশন। সংবিধান অনুযায়ী তার রাষ্ট্রপতি থাকার মেয়াদ শেষ হয়েছে। ফলে এই অধিবেশনে শেষ সমাপনি বক্তব্য রাখেন তিনি। বর্তমান রাষ্ট্রপতি ২০১৩ সালের ২৪ এপ্রিল দেশের ২০তম রাষ্ট্রপতি হিসেবে প্রথম মেয়াদে শপথ নেন। পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি।
বিএনএনিউজ২৪/ এমএইচ