সাতকানিয়া প্রতিনিধি : ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সমপ্রসারণ প্রকল্পের আওতায় ব্লাক বেঙ্গল জাতের ছাগল পালনকারী খামারীদের নিয়ে সাতকানিয়ায় দিনব্যাপী প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার(৫জানুয়ারি) উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাহউদ্দীন হাসান চৌধুরী, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন। প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখায়রুল আলমের সঞ্চালনায় মেলার বিচারকের দায়িত্ব পালন করেন সোহান হোসাইন।
মেলায় অংশ নেয়া খামারি মো. মোজফফর, মো. ইসমাইলকে ৮০ হাজার টাকা করে পুরস্কৃত করা হয়। এর আগে অতিথিরাবিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বিএনএ নিউজ ২৪, এমএনকে,এসজিএন