বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ব্যাটিং কোচ হতে যাচ্ছেন ইংল্যান্ডের জন লুইস। আগামী বৃহস্পতিবার (৭ জানুয়ারি) তার নেইল ম্যাকেঞ্জির উত্তরসূরির ঢাকায় আসার কথা রয়েছে।
এ মাসেই ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ও টেস্ট খেলতে বাংলাদেশে আসছেন। এ সিরিজে জন লুইসকে ব্যাটিং কোচ হিসেবে পাবেন তামিম, লিটনরা।
তবে ব্যাটিং কোচ হিসেবে কতদিনের জন্য লুইস নিয়োগ পাচ্ছেন তা এখনও চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার বিসিবির সাথে লুইসের সাক্ষাতপর্ব শেষে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চুক্তির মেয়াদ।
২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কার ব্যাটিং কোচের দায়িত্ব পালন করা ৫০ বছর বয়সী লুইস প্রথম শ্রেণির ক্রিকেটে ৩১.৯২ গড়ে করেছেন ১০ হাজার ৮২১ রান। লিস্ট এ ক্রিকেটে ২১৫ ইনিংসে ২৭.৯৩ গড়ে করেছেন ৪৭৪৭ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ টি এবং লিস্ট এ ক্রিকেটে ১ টি শতক আছে তার। তিনি ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ডারহামের প্রধান কোচের পদ সামলেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।