18 C
আবহাওয়া
১:৩৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » অসুস্থ হলেন সৌরভ, ব্র্যান্ড ভ্যালু কমল ফরচুন তেলের

অসুস্থ হলেন সৌরভ, ব্র্যান্ড ভ্যালু কমল ফরচুন তেলের

অসুস্থ হলেন সৌরভ, ব্র্যান্ড ভ্যালু কমল ফরচুন তেলের

বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার সৌরভের হৃদরোগ জনিত অসুস্থতার খবরে বিড়ম্বনায় পড়েছে দেশটির বিখ্যাত রাইস ব্রান তেলের সংস্থা ফরচুন। সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে আছেন সৌরভ। এর ট্যাগলাইন হল, “ফরচুন রাইস ব্রান অয়েল. হৃদয় ভালো রাখে”। বিজ্ঞাপনে এই কথাগুলি বলতে শোনা যায় সৌরভকেই।

কোম্পানীটি সিদ্ধান্ত নিয়েছে সৌরভের বিজ্ঞাপনগুলো দেখাবে না। মূলত নেট দুনিয়া ট্রোলের শিকার হয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কেননা সৌরভের অসুস্থ হওয়ার পর তাই অনেকেই এই বিজ্ঞাপনটির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। নেটদুনিয়ায় চলছে দেদার ট্রোলিং। নেটিজেনদের প্রশ্ন, সৌরভের বাড়িতে কি ফরচুন রাইস ব্র্যান ওয়েল দিয়ে রান্না হয় না? নাকি এই তেল আদৌ হৃদয়ের যত্ন নেয় না, বিজ্ঞাপনে ভুল দেখানো হয়?

অনলাইন ট্রোলিংয়ের ফলে মাত্র কদিনেই ফরচুনের (Fortune) ব্র্যান্ড ভ্যালু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে একপ্রকার বাধ্য হয়েই ফরচুনের প্রস্তুতকারক সংস্থা আদানি উইলমার সৌরভকে নিয়ে তৈরি তাদের যাবতীয় বিজ্ঞাপন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থার পক্ষ সরকারিভাবে কিছু জানানো না হলেও আদানিদের মালিকানাধীন সংস্থাটি ইতিমধ্যেই সৌরভকে নিয়ে করা বিজ্ঞাপনগুলি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সৌরভকে নিয়ে চলতি বিজ্ঞাপনগুলি বন্ধ করার নির্দেশ এসেছে। একটি অন্য সংস্থাকে ফরচুনের ব্র্যান্ডিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ঠিক করবে, নতুন করে কোনও ক্যাম্পেন চালানো যায় কিনা। সার্বিকভাবে সংস্থার ভাবমূর্তি যে ধাক্কা খেয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সংস্থার অন্দরের সুত্রের খবর, সৌরভের অসুস্থতার ফলে আর্থিকভাবেও বেশ ক্ষতিগ্রস্ত হবে ফরচুন।

উল্লেখ্য, এখন অনেকটাই সুস্থ সৌরভ গাঙ্গুলি। শারীরিক আর কোনও সমস্যা অনুভব করছেন না। এর মধ্যে সব ঠিকঠাক থাকলে বুধবারই বাড়ি ফিরে যাবেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ