21 C
আবহাওয়া
৮:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » সংবর্ধনা পেল করোনার জিনের বিন্যাস উন্মোচনকারী ৪ গবেষক

সংবর্ধনা পেল করোনার জিনের বিন্যাস উন্মোচনকারী ৪ গবেষক

সংবর্ধনা পেল করোনার জিনের বিন্যাস উন্মোচনকারী ৪ গবেষক

বিএনএ, প্রতিনিধি: চট্টগ্রাম বিভাগের ১১ জেলার  করোনাভাইরাসের জিনের বিন্যাস উন্মোচনকারী চার গবেষককে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (চবি)।

মঙ্গলবার (৫ জানুয়ারি ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত গবেষকরা হলেন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগর সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়াঁ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক রাসেল, মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইমরানুল হক ও ড. এইচ এম আবদুল্লাহ আল মাসুদ।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হল জ্ঞান-গবেষণার উন্মুক্ত চারণভূমি। এ চারণভূমিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অদম্য গতিতে এগিয়ে চলছে। এ ধারা অব্যাহত রাখতে এবং এ বিশ্ববিদ্যালয়কে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে আরও আন্তরিক ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে সংবর্ধিত গবেষকরা করোনাভাইরাসের জিনোম সিকায়ন্সিং (জিনের বিন্যাস) উন্মোচনর আদ্যোপান্ত বিবরণ তুলে ধরে বক্তব্য রাখেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এসএম মনিরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনেট সদস্য অধ্যাপক ড. মো. দানেশ মিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদর ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হোসাইন ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী।

বিএনএনিউজ/নাজমুস,মনির

Loading


শিরোনাম বিএনএ