22 C
আবহাওয়া
১:১৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ১৪ দলীয় জোটের শরিকরা কত আসনে ছাড় পাচ্ছে জানা যাবে আজ

১৪ দলীয় জোটের শরিকরা কত আসনে ছাড় পাচ্ছে জানা যাবে আজ

১৪ দলীয় জোট

ঢাকা:  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪কে সামনে রেখে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকরা কত আসনে ছাড় পাচ্ছে তা জানা যাবে আজ সোমবার (৪ ডিসেম্বর)। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও শরিক দলের আট নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

জানা গেছে,  সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন ১৪ দলীয় জোটের শরিক নেতারা।

নির্বাচনের বাকি মাত্র মাসখানেক। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়ও হাতে আছে মাত্র ১২ দিন। আর এখনো পর্যন্ত আওয়ামী লীগের সঙ্গে জোটের আসন ভাগাভাগি চূড়ান্ত না হওয়ায় আজকের বৈঠকে শরিকদের সঙ্গে আওয়ামী লীগের আসন ভাগাভাগি মুখ্য বিষয়।  

দ্বাদশ জাতীয় সংসদে তারা আওয়ামী লীগের কাছে ২৫ আসন দাবি করবেন বলে জানা গেছে। ২০০৮ সাল থেকেই ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করে আসছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর; প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।আর ভোট গ্রহণ হবে ৭জানুয়ারি২০২৪।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ