33 C
আবহাওয়া
৯:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডে: ১ উইকেটে বাংলাদেশ জয়ী

বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম ওয়ানডে: ১ উইকেটে বাংলাদেশ জয়ী

১ উইকেটে বাংলাদেশ জয়ী

বিএনএ, ক্রীড়াডেস্ক :  সফররত ভারতকে স্বল্প রানে গুটিয়ে দিয়ে জয়ের পথটা আগেই তৈরি করে রেখেছিল বাংলাদেশের বোলাররা। তবে ব্যাটিংয়ে  শঙ্কায় পড়েছিল টাইগাররা। তবে মোস্তাফিজকে নিয়ে শেষ উইকেট জুটিতে শ্বাসরুদ্ধকর জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজ।

রোববার (৪ ডিসেম্বর) সিরিজে প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলে ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে ৪১.২ ওভারে ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত ।

জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও বিপদে পড়ে। দলীয় ১৩৬ রানে ৯ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে শেষ উইকেট জুটিতে মোস্তাফিজকে সঙ্গে নিয়ে দুর্দান্ত খেলেন মেহেদী হাসান মিরাজ।

:২৪ বল আগে ওই রান পেরিয়ে জিতে যায় স্বাগতিকরা। তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেছে ১-০ ব্যবধানে।

১৮৭ রান তাড়ায় এক সময় ৪ উইকেটে ১২৮ রানের স্কোর ছিল বাংলাদেশের। সে সময় নামে নাটকীয় ধস, ৮ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা।  সেখান থেকেই মিরাজ-মোস্তাফিজের জুটিতে ম্যাচ নেয় নাটকীয় মোড়।

মিরাজ অপরাজিত থাকেন ৩৯ বল ৩৮ রান করে।  মোস্তাফিজ অপরাজিত ছিলেন ১১ বলে ১০ রান করে।

২০১৫ সালে ভারত যখন বাংলাদেশে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল, সিরিজ জিতেছিল বাংলাদেশ।  আজ সাত বছর পর এলো আরেকটি জয়। সব মিলিয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের এটি ষষ্ঠ ওয়ানডে জয়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ