বিএনএ ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে ১৮৬ রান অলআউট হয়েছে ভারত। ৪১.২ ওভারে এই রান তুলতে সক্ষম হয় সফরকারীরা।
রোববার (৪ ডিসেম্বর) দুপুরে ১২ টায় মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হয়। টস জিতে রোহিত শর্মাদের আগে ব্যাট করার আমন্ত্রণ জানান অধিনায়ক লিটন দাস। শিখর ধাওয়ান ও রোহিত শর্মার উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। ১৭ বলে ৭ রান করে মিরাজের শিকারে পরিণত হন ধাওয়ান। ভারতের ৪৮ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন সাকিব আল হাসান। ৩১ বলে ২৭ রান করা অধিনায়ক রোহিত শর্মাকে সাজঘরে ফেরান তিনি। ১ রান পরেই বিরাট কোহলিকেও তুলে নেন সাকিব।
ভারতের ৯২ রানের মাথায় পড়ে চতুর্থ উইকেট। এবাদতের বলে ৩৯ বলে ২৪ রান করে ফিরে যান শ্রেয়ার্স লায়ার। এরপর ১৫২ রানের মাথায় ওয়াশিংটন সুন্দরকে ফিরিয়ে দেন সাকিব।
এরপর ভারতের আর কোন ব্যাটারা থিতু হতে পারেন নি। আসা যাওয়ার মধ্যেই ছিলেন শাহবাজ আহমেদ, শারদুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মেদ সিরাজ। অপরাজিত থাকেন কুলদ্বীপ সেন।
বাংলাদেশের পক্ষে ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান, এবাদত হোসেন তুলে নেন ৪টি আর ১টি উইকেট পান মেহেদি মিরাজ।
বিএনএ/এ আর