24 C
আবহাওয়া
৩:২১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের হবে: ওবায়দুল কাদের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনের হবে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

বিএনএ, চট্টগ্রাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ছয় লেনের মহাসড়ক হবে। জাইকার সঙ্গে আমাদের কাজ চলছে।

শনিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে নগরের পলোগ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামীকাল স্মরণকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে বলে আশা করছি।

সাম্প্রদায়িক শক্তির উত্থান বিএনপির পৃষ্ঠপোষকতায় হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাস করেন আজ তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বাড়াবাড়িটা বেশি হচ্ছে। মিটিং হবে এক সপ্তাহ পরে। তারা তাঁবু খাঁটিয়ে বিছানা বালিশ এনে একটা নাটক করছে। প্রতিটি জেলা, উপজেলা, থানা এমনকি ওয়ার্ডেও আমাদের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। এখন ছাড় দিচ্ছি। বাড়াবাড়ি করলে ছেড়ে দিব না।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

Loading


শিরোনাম বিএনএ