17 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২০, ২০২৪
Bnanews24.com
Home » ট্রাক চাপায় সংবাদকর্মী নিহত

ট্রাক চাপায় সংবাদকর্মী নিহত


বিএনএ , ঢাকা:রাজধানীর মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে ট্রাকচাপায় এমদাদ হোসেন (৬০) নামের এক সংবাদকর্মী নিহত হয়েছেন। তিনি দৈনিক সংবাদ পত্রিকায় প্রুফ রিডার হিসাবে কর্মরত ছিলেন।

শুক্রবার(৩ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মো. সেলিম জানান, রাতে ছোট বোনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করে ডেমরার শারুলিয়ার বাসায় ফিরছিলেন বড় ভাই এমদাদ। পথে মুক্তিযোদ্ধা টাওয়ারের সামনে এলে একটি ট্রাক ভাইকে মোটরসাইকেলসহ চাপা দেয়। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমার ভাই দীর্ঘদিন ধরে দৈনিক সংবাদে প্রুফ রিডার হিসাবে কাজ করেন। ঘাতক ট্রাকটি কেউ আটক করতে পারেনি। আমরা ময়না তদন্ত ছাড়াই মরদেহ টাঙ্গাইলের নাগরপুর নিয়ে যাচ্ছি। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশনস) মো. দুলাল হোসেন বলেন, রাতে ট্রাক চাপায় এমদাদ হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার ছোট ভাই পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আমরা ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের কাছে আজ দুপুর সাড়ে ১২টায় মরদেহ হস্তান্তর করেছি।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ