27 C
আবহাওয়া
৭:৩৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১২০

নেপালে শক্তিশালী ভূমিকম্প, নিহত ১২০


বিএনএ,ডেস্ক : নেপালে  ভূমিকম্পে অন্তত ১২8 জন নিহত হয়েছেন।  ভূমিকম্পের মাত্রা হচ্ছে   ৬ দশমিক ৪ । শুক্রবার রাতের এই ভূমিকম্পে আহত হয়েছেন আরও ১৪১ জন।

শনিবার স্থানীয় সংবাদমাধ্যম দ্য কাঠমন্ডু পোস্ট এই খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা ৪৭ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। নেপালের ন্যাশনাল ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের মতে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল জাজারকোট জেলা। জাজারকোট জেলার ভেরি, নালগাদ, কুশে, বেরেকোট এবং চেদাগড় ভূমিকম্প মারাত্মকভাবে আঘাত হেনেছে।

সর্বশেষ তথ্য অনুসারে, জাজারকোট এবং পশ্চিম রুকুমে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। শুধু জাজারকোটেই প্রাণ হারিয়েছেন ৯২ জন। । আর পশ্চিম রুকুমে মৃতের সংখ্যা ৩৬ জনে পৌঁছেছে। আর আহত হয়েছেন ৮৫ জন।

২০১৫ সালে  ভূমিকম্পে প্রায় ৯ হাজার লোকের প্রাণহানি হয় নেপালে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ