25 C
আবহাওয়া
৩:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিএনএ ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রোড রোলারের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার পাগলা থানার পুরাদিয়ারটেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার কফিল উদ্দিন (৪৫), তার ভাই আমির উদ্দিন (৫৫) ও একই এলাকার নায়েব আলী (৭৫)।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মশাখালী যাচ্ছিল। পথিমধ্যে সড়কের পিচ ঢালাইয়ের কাজে ব্যবহৃত রোড রোলারের সঙ্গে একটি অটোরিকশার সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় অটোরিকশা ও রোড রোলার আটক করা হয়েছে। পাশাপাশি বিষয়টিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

 

Loading


শিরোনাম বিএনএ