বিএনএ, বিশ্বডেস্ক : পাকিস্তানের কাশ্মীরে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৮ জন। বুধবার রাওয়ালপিন্ডিগামী বাসটি আজাদ কাশ্মীরের সুধনতি জেলায় গিরিখাতে পড়ে যাওয়ায় হতাহতের এই ঘটনা ঘটে।
মৃত ও আহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুঞ্চ পুলিশের উপ-মহাপরিদর্শক রশিদ নাঈম খান জানিয়েছেন, বাসটি রাওয়ালপিন্ডি যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় একটি বাঁক ছিল। সেখানেই চাকা পিছলে যায়। পাশের গিরিখাতে পড়ে যায়। তার নীচ দিয়ে বইছে নীলম নদী। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, বাসের ইঞ্জিনে কোনো গন্ডগোল হয়েছিল।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাসটি প্রথমে রাস্তার বাম পাশের পাহাড়ে আঘাত করে এবং তারপরে হঠাৎ ডানদিকে মোড় নেয় এবং পড়ে যায়। রাস্তা থেকে প্রায় ৫০০ মিটার নিচে গিয়ে পড়ে বাসটি।
বিএনএনিউজ/এইচ.এম।