28 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৪
Bnanews24.com
Home » ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে নিহত ২১

ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে নিহত ২১

বাস

বিশ্ব ডেস্ক: ইতালির ভেনিসে ফ্লাইওভার থেকে একটি বাস নিচে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে দুই শিশুও আছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (৩ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিকও আছেন। খবর বিবিসির।

জানা যায়, বাসটি ফ্লাইওভার থেকে মেস্ত্রে জেলার রেলপথের কাছে পড়ে যায়, যা একটি সেতুর মাধ্যমে ভেনিসের সঙ্গে সংযুক্ত। ফ্লাইওভার থেকে নিচে পড়ার পরপরই বাসটিতে আগুন ধরে যায়। এতে অনেকে দগ্ধও হন।

ভেনিস ও নিকটবর্তী মারঘেরা জেলার একটি ক্যাম্পসাইটের মধ্যে পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল। পর্যটকদের ক্যাম্প সাইটে ফিরিয়ে নিয়ে যাওয়ার পথে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

ইতালির কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, বাসটি মিথেন গ্যাস দ্বারা চালিত ছিল এবং বিদ্যুতের লাইনে পড়ে বাসটিতে আগুন ধরে যায়।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো এ ঘটনাকে ‘বিশাল ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন। পাঁচজনের এখনো খোঁজ মেলেনি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেডোসি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ