31 C
আবহাওয়া
২:০৯ অপরাহ্ণ - মে ৪, ২০২৫
Bnanews24.com
Home » অজ্ঞানপার্টির কবলে পড়ে ৮ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

অজ্ঞানপার্টির কবলে পড়ে ৮ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

অজ্ঞানপার্টি

বিএনএ, ঢাকা : রাজধানীর আজিমপুরে একটি বাস থেকে আলমগীর হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার কাছ থেকে ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আলমগীর হোসেনকে হাসপাতালে নিয়ে আসা তার ভাগিনা জাকিরুল ইসলাম জানান, আলমগীরের বাড়ি শরিয়তপুরের জাজিরা উপজেলায়। তার বাবার নাম আব্দুল সাত্তার।  পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় থাকেন। সেখানে তার পলিথিনের কারখানা রয়েছে।

তিনি জানান, সকালে ব্যবসায়িক পাওনা টাকা তাগাদার জন্য গাজীপুর যান আলমগীর। দুপুরে সেখান থেকে একটি বাসে করে ঢাকায় আসেন। পরে তারা খবর পান, আজিমপুর বাসস্ট্যান্ডে একটি বাসের ভেতর অচেতন অবস্থায় পড়ে আছেন তিনি।  সেখান থেকে তাকে উদ্ধর করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তার সঙ্গে ৮ লাখ টাকা ছিল। সেই টাকা আর পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, জরুরি বিভাগে আনার পর আলমগীরকে স্টোমাক ওয়াশ করানোর পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। তার ৮ লাখ টাকা খোয়া গেছে বলে তিনি অভিযোগ করেছেন।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর মোরশেদ জানান, গাজীপুর থেকে ভিআইপি পরিবহনের একটি বাসে করে আসার পথে আসাদগেট এলাকায় বাসের ভেতর তাকে অচেতন অবস্থায় দেখতে পান অন্যান্য যাত্রীরা। পরে বাসটি সেখানে না থেমে আজিমপুর বাসস্ট্যান্ডে চলে আসে। পরে ভিকটিমকে উদ্ধারসহ বাসটি জব্দ করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ