25 C
আবহাওয়া
১:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বকশীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু

বকশীগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনায় যুবলীগ নেতার মৃত্যু


বিএনএ, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে মোটর সাইকেল-সিএনজি টেক্সীর মুখোমুখি সংঘর্ষে আবদুল আলিম তারা (৪৮) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ইসলামপুর-জামালপুর সড়কে ওই দুর্ঘটনা ঘটনা ঘটে।

আবদুল আলিম তারা বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক।

জানা যায়,মঙ্গলবার সন্ধ্যায় মোটর সাইকেল যোগে বকশীগঞ্জ থেকে জামালপুর যাওয়ার পথে ইসলামপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা সিএনজি’র সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ফলে গুরুতর আহত হন আবদুল আলিম তারা। আহত আব্দুল আলিম তারাকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ময়মনসিংহ নেওয়ার পথেই তিনি মারা যান।

তার মৃত্যুতে সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ এমপি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ,সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর ও বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম শাহীন আল আমীন গভীর শোক প্রকাশ করেছেন।

বিএনএনিউজ/এম শাহীন আল আমীন /এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ