26 C
আবহাওয়া
১:০১ অপরাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » বোয়ালখালীতে ইউএনও’র সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের সাক্ষাৎ

বোয়ালখালীতে ইউএনও’র সঙ্গে বৌদ্ধ নেতৃবৃন্দের সাক্ষাৎ


বিএনএ, বোয়ালখালী : বৌদ্ধদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব আসন্ন প্রবারণা পূর্ণিমা ও দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ বোয়ালখালী শাখার সভাপতি শ্রীমৎ বিপস্সী মহাথের, সাধারণ সম্পাদক প্রাণতোষ বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মৃণাল কান্তি বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মৃদুল বড়ুয়া, শিক্ষক বিশ্বজিত বড়ুয়া, বাণীব্রত চৌধুরী, সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, তপন কান্তি বড়ুয়া, রাজু বড়ুয়া ও শিবু বড়ুয়া প্রমূখ ।

ইউএনও মোহাম্মদ মামুন বলেন, ধর্মীয় অনুষ্ঠানগুলো যথাযথভাবে পালনে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। সম্প্রীতি যেন বিনষ্ট না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি।

বিএনএনিউজ/বাবর মুনাফ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ