16 C
আবহাওয়া
৬:১২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু

ডেঙ্গু পরিস্থিতি, ২৪ ঘন্টায় ৩ জনের মৃত্যু

ডেঙ্গুরোগী

বিএনএ ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এডিস মশাবাহিত জ্বরে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭১ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯২ রোগী। এর মধ্যে ঢাকায় ১৬২ জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে ৩০ রোগী ভর্তি হন।

সোমবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বর্তমানে দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯২২ জন। এর মধ্যে ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ৭৪৩ জন এবং রাজধানীর বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ১৭৯ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৮ হাজার ৯৩৬ জন। এর মধ্যে সুস্থ হয়ে ১৭ হাজার ৯৪৩ জন বাড়ি ফিরে গেছেন বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ