27 C
আবহাওয়া
১:০৬ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মণ্ডপগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

মণ্ডপগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

মণ্ডপগুলোতে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

বিএনএ ডেস্ক : ক’দিন পরই  সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে সারাদেশের মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ। শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছেন দেবী দুর্গা। সবচেয়ে বড় এই উৎসবের প্রস্তুতিতে এখন ব্যস্ত পার করছেন সনাতন ধর্মাবলম্বীরা ।

আয়োজকরা জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে পূজার প্রস্তুতি নিচ্ছেন তারা। আর, উৎসব নিরাপদ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে প্রশাসন। পূজা উপলক্ষে দেশজুড়ে সতর্ক অবস্থানে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনী। পূজা চলাকালীন পুলিশে টহল জোরদার থাকবে। কোনও অপতৎপরতা চোখে পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে আইন-শৃঙ্খলা বাহিনী।

এদিকে, পূজা উপলক্ষে বেশকিছু নির্দেশনা দিয়েছে সরকার। সেগুলো হলো:-আসন্ন দুর্গাপূজার মণ্ডপ ঘিরে বা এর আশপাশে কোনও ধরনের মেলা বসানো যাবে না। হাউজি ও জুয়া খেলা পূজামণ্ডপে চলবে না। বাজি-পটকা ফোটানো এবং মাদক গ্রহণ করা যাবে না। পূজা মণ্ডপের কাছাকাছি স্থানে অবস্থিত মসজিদগুলোয় আজান ও নামাজের সময় সব ধরনের কর্মকাণ্ডে বিরতি রাখতে হবে। মন্দিরে প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার ও ক্ষেত্রবিশেষে হাত ধোয়ার ব্যবস্থা থাকবে। মণ্ডপে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। থার্মাল স্ক্যানার থাকবে, কারও শরীরের তাপমাত্রা বেশি থাকলে পূজামণ্ডপে প্রবেশ করতে দেয়া হবে না। স্বাস্থ্যবিধি মেনে পূজা মণ্ডপে আরাধনা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে প্রতিমা বিসর্জন দিতে হবে।

এ বছর দেশজুড়ে ৩১ হাজার ১৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এরমধ্যে ঢাকা মহানগীতে ১৩৭টিতে পূজা হবে বলে জানা গেছে।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ