25 C
আবহাওয়া
৫:৫৫ পূর্বাহ্ণ - মে ৫, ২০২৪
Bnanews24.com
Home » সাফ ফুটবল, বাংলাদেশ-ভারত ম্যাচ আজ

সাফ ফুটবল, বাংলাদেশ-ভারত ম্যাচ আজ

বাঁচা-মরার লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

বিএনএ ক্রীড়া ডেস্ক : সাফ চ্যাম্পিয়নশিপে আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। সোমবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

অতীত ইতিহাস, ল্যাঙ্কিং কিংবা পরিসংখ্যান সব দিক থেকেই বাংলাদেশ থেকে এগিয়ে আছে ভারত। তাই আজ শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচটিতে সাফল্য পাওয়া সহজ হবে না।

প্রথম ম্যাচ জয় পাওয়া জামাল ভূঁইয়ারা রীতিমতো ভারতকে হারানোর কথাই বলছেন। অবশ্য ড্রতেও খুশি থাকবেন তারা। ভারতের কাছ থেকে ১ পয়েন্ট পেলে টুর্নামেন্টের ফাইনালে ওঠার পথে ভালোভাবে টিকে থাকবে লাল–সবুজের দল। হারলে পিছিয়ে পড়বে তারা।

গত চারটি সাফে গ্রুপ পর্বই পেরোতে না পারার ব্যর্থতা ভোলেনি বাংলাদেশ। তাই এবার অন্তত ফাইনাল খেলার আশা। সেই লক্ষ্য পূরণে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন জামাল ভূঁইয়ারা।

আন্তর্জাতিক ফুটবলে ভারতের কাছে সর্বশেষ গত ৭ জুন কাতারে বিশ্বকাপ বাছাইপর্বে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩২টি ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ১৭টিতেই জিতেছে ভারত। আর বাংলাদেশের জয় মাত্র ৫ টিতে। ড্র করেছে ১০টি ম্যাচ। এমনকি সর্বশেষ ৫ ম্যাচের মধ্যেও জয়হীন বাংলাদেশ। এরমধ্যে দুটিতে জিতেছে ভারত। বাকি ৩টি ম্যাচই ড্র করেছে জামাল ভূইয়ারা।

ফিফার বর্তমান র‍্যাঙ্কিংয়েও পিছিয়ে আছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান ১০৪-এ অন্যদিকে বাংলাদেশ আছে ১৮৭-এ।

এদিকে, র‍্যাঙ্কিংয়ে ৮৪ ধাপ এগিয়ে থাকলেও জামাল ভূঁইয়াদের হালকাভাবে নিতে চান না ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। এই ম্যাচকে এক প্রকার যুদ্ধই মনে করছেন তিনি।

সুনীল বলেন,বাংলাদেশ সম্প্রতি কোচ পরিবর্তন করেছে। প্রতিপক্ষ হিসেবে তারা খুবই শক্তিশালী। গত তিন-চার মাসে  বাংলাদেশের বিরুদ্ধে খেলেছেন। ম্যাচে কঠিন লড়াই হয়েছিল বলে জানান বারতের অধিনায়ক।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ