22 C
আবহাওয়া
২:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে ৬৭% সাংবাদিক চাকরি হারিয়েছেন

আফগানিস্তানে ৬৭% সাংবাদিক চাকরি হারিয়েছেন

আফগানিস্তানে

তালেবান ও তার সমর্থকরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর দেশটির শতকরা ৭০ভাগ মিডিয়া প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এতে দেশটির শতকরা ৬৭ জন সাংবাদিক, কর্মচারী এবং অন্যান্য মিডিয়া কর্মী চাকরি হারিয়েছেন।

আফগানিস্তান ন্যাশনাল জার্নালিস্ট ইউনিয়ন(এএনজেইউ) এর প্রধান শনিবার(৩অক্টোবর) এক জরিপ শেষে উপরোক্ত তথ্য প্রকাশ করেন।  এএনজেইউ দাবি করেছে, নানা রকম হুমকি, আর্থিক সংকটের মুখে বেশিরভাগ প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। দেশটির অনেক নারী ও পুরুষ সাংবাদিক তালেবানের ভয়ে ইতোমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন।

এর আগের খবরে বলা হয়, তালেবানরা আফগানিস্তান দখল করার প্রথম মাসেই দেশটির ২১৫টি রেডিও,টিভি চ্যানেল এবং সংবাদপত্র বন্ধ হয়ে গেছে। অনেক সাংবাদিককে তালেবানরা নানাভাবে হেনস্তা করেছে। শারিরীকভাবে নির্যাতনও চালিয়েছে।

উল্লেখ, গত ১৫ আগস্ট তালেবানরা রাজধানী কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেয়। একই মাসের ৩০ তারিখের মধ্যে মার্কিন ও অন্যান্য দেশের সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যায়।

বিএনএ নিউজ ২৪ ডটকম, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ