বিএনএ, ঢাকা: রাঙ্গুনিয়ায় মাটি চাপা দিয়ে শিশু হত্যার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ১২৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) জালাল আহমদ (৪০) নামে এক দিনমজুর চট্টগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
মামলার বাদী জালাল আহমেদ রাঙ্গুনিয়া ঠান্ডাছড়ি ইউনিয়নের ইসলামপুর নতুন পাড়া এলাকার মফজল আহমেদের ছেলে।
মামলার এজাহারে বলা হয়, চলতি বছরের ২১ এপ্রিল বিকেল ৩টার দিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার কে. বি. সি-১ ব্রিকফিল্ডে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের নির্দেশে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এসময় অন্যান্য আসামীরা স্কেভেটর দিয়ে বাদীর ছেলে আরাফাতের (১০) ওপর মাটি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। বাদী দিনমজুর হওয়ায় রাজনৈতিক নেতার রোষানলে পড়ার কারণে প্রতিবাদ জানাতে পারে নাই। এ ব্যাপারে আসামীদের বিরুদ্ধে কোন ধরনের আইনগত ব্যবস্থা নিলে পরিবারের সকলকে হত্যা ও গুম করার হুমকি দেওয়া হয়।
বিএনএনিউজ/ বিএম/হাসনা