27 C
আবহাওয়া
২:২১ অপরাহ্ণ - মে ৬, ২০২৪
Bnanews24.com
Home » চসিকের দুই ওজন স্কেল চালু

চসিকের দুই ওজন স্কেল চালু

চসিকের দুই ওজন স্কেল চালু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) বর্জ্য পরিবহনের জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিতে দুইটি ওজনস্কেল চালু করেছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ওজনস্কেল দুইটির উদ্বোধন করেছেন চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

প্রায় ৯৫ লাখ টাকা ব্যয়ে আরেফিনগর আবর্জনাগার ও হালিশহরের আনন্দবাজার আবর্জনাগারে গাড়ির ওজনস্কেল দুটি উদ্বোধন করেন তিনি।

মো. রেজাউল করিম চৌধুরী বলেন, নগরীকে পরিচ্ছন্ন রাখতে ২৮০টি গাড়ি ব্যবহার করা হচ্ছে। এ গাড়িগুলো কতগুলো ট্রিপ সম্পন্ন করেছে এবং কতটুকু বর্জ্য বহন করেছে তা ডিজিটালি হিসাব করার জন্য আধুনিক দুটি ওজনস্কেল স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ট্রিপ ফাঁকি দিয়ে জ্বালানি তেল চুরির সুযোগ কমবে। যা জ্বালানি ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করবে।

আরও পড়ুন: বিশ্বকাপের দল ঘোষণা কবে, জানালেন পাপন

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জিয়াউল হক সুমন, আবদুল মান্নান, মো. ইলিয়াস, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও মেয়রের একান্ত সচিব আবুল হাশেম।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ