19 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

বিএনএ,টাঙ্গাইল:  টাঙ্গাইলের দেলদুয়ারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রানা নামের আরও এক মোটরসাইকেল আরোহী।

শনিবার (৩ সেপ্টেম্বর ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেলদুয়ার-পাকুল্লা আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম উপজেলার ফাজিলহাটি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সে এ বছর স্থানীয় লাউহাটি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

স্থানীয় মানুষজন ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম এবং রানা রাতে মোটরসাইকেল যোগে পাকুল্লা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে দেলদুয়ার -পাকুল্লা আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে পৌঁছলে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়।

সিয়ামের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। ঢাকার উদ্দেশ্যে রওনা হলে পথে সিয়ামের মৃত্যু হয় । গুরুতর আহত সিয়ামের বন্ধু রানাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিএনএ/লুৎফর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ