বিএনএ,স্পোর্টসডেস্ক : টোকিও অলিম্পিকে তৃতীয় রাউন্ডে হারার পর এবার ইউএস ওপেনেও তৃতীয় রাউন্ডে হেরে গেলেন জাপানি টেনিস তারকা নাওমি ওসাকা। শনিবার(৪ সেপ্টেম্বর) সকালে ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে নাওমি ৫-৭, ৭-৬ (২) ও ৬-৪ সেটে হেরেছেন কানাডার ১৮ বছরের কিশোরী লায়লা অ্যানি ফার্নান্দেজের কাছে।
হারের পর সংবাদ সম্মেলনে ২৩ বছর বয়সী ওসাকা জানান, আপাতত কিছুদিন তাকে দেখা যাবে না টেনিস কোর্টে।
গতবছর এই খেতাব জিতেছিলেন। এবারও খেতাব দখলে রাখার জন্য খেলতে নেমেছিলেন।কিন্তু জেতা হল না তার।
হেরে গিয়ে তিনি জানিয়েছেন,টেনিস খেলাটাকে এখনও পুরোপুরিভাবে উপভোগ করছেন না তিনি। তাই অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন আবার।
প্রথম সেট জেতেন। দ্বিতীয় সেটে চতুর্থ রাউন্ডে ফার্নান্দেজের সার্ভিস ব্রেক করে ৬-৫ এ এগিয়ে যান। কিন্তু এরপর ছন্দপতন শুরু হয় তার। নিজেই একের পর এক ভুল করতে থাকেন। শেষমেষ টাইব্রেকে ২-৭ এ হেরে যান তিনি। তৃতীয় সেটও জেতেন ফার্নান্দেজ।
ম্যাচের শেষে হতাশায় কোর্টে হাতের রাকেট ছুঁড়ে মারেন ওসাকা। পরে এই ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন।
এর আগে মানসিক অবসাদের কারণে ওসাকা নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ফরাসি ওপেন থেকে। এরপর অংশ নেননি উইলম্বডনেও।
বিএনএ/এমএম