27 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ‘এ রকম প্রস্তাব নিয়ে আমি দুই কদমও হাঁটতে পারব না’-আইনমন্ত্রী

‘এ রকম প্রস্তাব নিয়ে আমি দুই কদমও হাঁটতে পারব না’-আইনমন্ত্রী

‘এ রকম প্রস্তাব নিয়ে আমি দুই কদমও হাঁটতে পারব না’-আইনমন্ত্রী

বিএনএ, ঢাকা: নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী- শাহজাহানপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু আইনমন্ত্রী  আনিসুল হককে বেকার সমস্যার সমাধানে নতুন আইন প্রণয়ন করার জন্য পরামর্শ দিয়েছেন।

শনিবার(৪সেপ্টেম্বর) জাতীয় সংসদে ওই এমপির  দেয়া পরামর্শের উত্তরে মন্ত্রী বলেন,‘এ রকম প্রস্তাব নিয়ে আমি সংসদ থেকে দুই কদমও হাঁটতে পারব না’

বগুড়ার স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু বলেন, বলেন, ‘চাকরিজীবী পুরুষ যাতে চাকরিজীবী নারীকে বিয়ে করতে না পারে কিংবা চাকরিজীবী নারী যাতে চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে না পারে, এরকম একটা আইন করা দরকার। এতে বেকার সমস্যার সমাধান হবে।’

তিনি বলেন, ‘চাকরিজীবী দম্পতি একসঙ্গে কাজ করতে বাইরে গেলে সন্তান গৃহকর্মীর হাতে নির্যাতন হয়। এজন্য আইনটি দরকার। এতে শিশু নির্যাতনও কমবে’।

পরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, এরকম প্রস্তাব নিয়ে আমি এখান থেকে দুই কদমও হাঁটতে পারব না। আমি জনপ্রতিনিধি। বাক স্বাধীনতা আছে। তিনি (বাবলু) স্বাধীনভাবে যা ইচ্ছা তাই বলতে পারেন। আমি যা ইচ্ছা তাই করতে পারি না।

সংসদীয় আসন সীমানা নির্ধারণে নতুন আইন পাসের প্রক্রিয়ায় আলোচনায় দাঁড়িয়ে বাবলু বক্তব্য রাখেন।

বিএনএনিউজ২৪ডটকম,জিএন

Loading


শিরোনাম বিএনএ