21 C
আবহাওয়া
৮:৩৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

ময়মনসিংহে অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

ময়মনসিংহে অস্ত্রসহ ৪ জঙ্গি আটক

বিএনএ ময়মনসিংহ: ময়মনসিংহের সদর উপজেলা থেকে অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করেছে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ সেপ্টেম্বর) ৫টার দিকে উপজেলার খাগডহর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ওই চারজন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে জানায় র‌্যাব।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন  র‌্যাব-১৪’র অ্যাডিশনাল এসপি হান্নানুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের খাগডহর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে রাত ১২টার পর র‌্যাবের উইং কমান্ডার রোকোনুজ্জামানের নেতৃত্বে অভিযান শুরু করা হয়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ওই চার জঙ্গিকে অস্ত্রসহ আটক করা সম্ভব হয়। তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা ।

বিএনএনিউজ২৪ডটকম/হামিমুর,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ