21 C
আবহাওয়া
৮:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ধামরাইয়ে সাংবাদিক জুলহাস উদ্দিন হত্যা দিবস পালিত

ধামরাইয়ে সাংবাদিক জুলহাস উদ্দিন হত্যা দিবস পালিত


বিএনএ,ঢাকা:ঢাকার ধামরাইয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির সাংবাদিক জুলহাস উদ্দিন হত্যা দিবস পালিত হয়েছে। ধামারই উপজেলা প্রেসক্লাব ও ধামরাই প্রেসক্লাব পৃথকভাবে এর আয়োজন করে।শুক্রবার (০৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ধামরাই উপজেলা প্রেসক্লাবে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মোকামাটোল হযরত সৈয়দ হাজীগাজীর মাজার মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ খুরশিদ আলম। উক্ত অনুষ্ঠানে বক্তরা প্রকৃত আসামীদের মামলার অর্ন্তভুক্তি ও দ্রুত নিষ্পত্তির দাবি জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, আজকের এই দিনে সাংবাদিক জুলহাস উদ্দিনকে প্রকাশ্য দিবালোকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়ীয়া বাসস্ট্যান্ডে জবাই করে হত্যা করা হয়। এসময় ধারোলো ছুরিসহ জনতার হাতে আটক হয় খুনি শাহীন আলম ও মোয়াজ্জেম হোসেন। পালিয়ে আত্মরক্ষা করে আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মালেক, আনিসুর রহমান আনিস, সোমা আক্তার ও তৈমুর রহমান তুলা।অশুভ শক্তির হাতছানিতে খুন হওয়া ওই সাংবাদিকের স্ত্রী কবিতা ইসলাম, ননদ রিনা আক্তার ও মাতা নুরজাহানের অভিযোগ উপেক্ষা করে সোমা আক্তার ও তৈমুর রহমান তুলাকে বাদ দিয়ে বাকীদের নামে থানায় মামলা রেকর্ড করা হয়। মামলা নং ০২,তারিখঃ৩সেপ্টেম্বর-২০২০ইং।

এ মামলায় অতি সম্প্রতি আসামী আনিসুর রহমান আনিস ও মোয়াজ্জেম হোসেন আদলতে থেকে জামিনে মুক্তি পেয়ে বাড়ীতে এসে বাদিকে মামলা প্রত্যাহারের জন্য নানা ভাবে হুমকী ও ভয়ভীতি প্রদর্শন করছে। অপরদিকে প্রভাবশালীমহলের হস্তক্ষেপে এবং মোটা অংকের অর্থের বিনিময়ে মামলার অন্যতম আসামী আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মালেককে বাদ দিয়ে আদালতে চার্জশীট প্রদান করেন মামলার তদন্ত কর্মকর্তা। এব্যাপারে আপত্তি জানিয়ে বাদী রিনা আক্তার আদালতে আবেদন করলেও এখনো পর্যন্ত ওই আবেদনের শুনানী হয়নি।

সভায় বক্তব্য রাখেন সাংবাদিক জুলহাসের স্ত্রী কবিতা ইসলাম, ছেলে মোঃ নুসরাত আহাম্মেদ শাহাদাৎ , জান্নাতুল ফেরদৌসী জান্নাতি, বাদি ছোটবোন রিনা আক্তার, মাতা নুরজাহান বেগম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধামরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শামীম খান (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক মেহেদী ইমামজান কায়সার (মোহনা টেলিভিশন), যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা (আলোকিত প্রতিদিন), দপ্তর ও সাংগাঠনিক সম্পাদক মোঃ ইমরান খান মনির (বাংলাদেশ নিউজ এজেন্সি), ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা (দৈনিক জনকন্ঠ), সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম (এশিয়ান টেলিভিশন), মোঃ আমিনুর রহমান (চ্যানেল এস), রঞ্জিত পাল বাবু (দৈনিক ডেল্টা টাইমস ও বাংলাদেশ সমাচার), কোষাধক্ষ মোঃ আমির হামজা (দৈনিক দিনকাল), মোঃ সাইফুল ইসলাম (দৈনিক আলোকিত স্বদেশ), মোঃ মোশারফ হোসেন (ভোরের সময়), আবুল কালাম আজাদ প্রমুখ সাংবাদিক।

বিএনএ/ইমরান খান,ওজি

Loading


শিরোনাম বিএনএ