28 C
আবহাওয়া
৭:৪৪ অপরাহ্ণ - আগস্ট ৪, ২০২৫
Bnanews24.com
Home » সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া

সীমান্ত থেকে লাউড স্পিকার সরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া


বিএনএ, বিশ্বডেস্ক : কিম জং উন সরকারের সমালোচনার জন্য উত্তর কোরিয়া সীমান্তে স্থাপন করা লাউডস্পিকার (প্রচারযন্ত্র) সরিয়ে নিতে শুরু করেছে দক্ষিণ কোরিয়া। এসব স্পিকারের মাধ্যমে এতদিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রচার চালানো হতো। সোমবার থেকে এসব লাউড স্পিকার সরানোর প্রক্রিয়া শুরু হয়।

পিয়ংইয়ংয়ের সাথে উত্তেজনা কমাতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সিউল।

দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় লাউড স্পিকারের মাধ্যমে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালিয়ে আসছিল দক্ষিণ কোরিয়া। তবে এখন পিয়ংইয়ং এর সাথে তিক্ততা কমাতে চান বলে জানিয়েছেন প্রেসিডেন্ট লি জে মিউং। সেকারণেই সীমান্ত এলাকা থেকে স্পিকারগুলো সরিয়ে ফেলায় সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

যদিও প্রতিবেশি দেশটির সাথে কোনো ধরনের আলোচনায় বসার আগ্রহ নেই বলে জানিয়েছে উত্তর কোরিয়া। এর আগে, ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর থেকে এখনও বিবাদে লিপ্ত রয়েছে প্রতিবেশী দুই দেশ। গেল কয়েক বছরে আরও অবনতি হয়েছে সম্পর্কের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ