23 C
আবহাওয়া
৪:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » নেত্রকোণায় ভিডিও দেখিয়ে নারীকে বারবার ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নেত্রকোণায় ভিডিও দেখিয়ে নারীকে বারবার ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নেত্রকোণায় ভিডিও দেখিয়ে নারীকে বারবার ধর্ষণ, যুবক গ্রেপ্তার

বিএনএ, নেত্রকোণা: নেত্রকোণার কলমাকান্দায় ধর্ষণের ভিডিও-ছবি ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক নারীকে (৩৫) বারবার ধর্ষণের অভিযোগে রাসেল মিয়া (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে তাকে নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোপর্দ করা হয়েছে। এর আগে পুলিশ তাকে বৃহস্পতিবার (৩ আগস্ট) গভীর রাতে গাজীপুর মেট্রোপলিটন পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবক রাসেল উপজেলার নাজিরপুর ইউনিয়নের আমতলা গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূক্তভোগী নারী একজন গার্মেন্টকর্মী। গত ঈদ-উল-আযহার একদিন আগে তিনি গাজীপুর থেকে কলমাকান্দায় নিজ বাড়িতে আসেন। ওইদিন রাতেই তিনি রাসেল মিয়ার ধর্ষণের শিকার হন। এই ধর্ষণদৃশ্যের ভিডিও গোপনে ধারণ করে রাখেন রাসেল মিয়া। পরে রাসেল মিয়া তার ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন।

এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে নেত্রকোণার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। গত ২৯ জুলাই আদালতের নির্দেশে কলমাকান্দা থানায় মামলাটি রেকর্ড করেই অভিযানে নামে পুলিশ। রাসেল মিয়ার স্ত্রীসহ দুই সন্তান রয়েছে।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, মামলার পর থেকে রাসেল মিয়া পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ফেরদৌস আহমাদ বাবুল,বিএম

Loading


শিরোনাম বিএনএ