বিএনএ ডেস্ক: সোহরাব পেট্রোল পাম্পের বিরুদ্ধে মাপে তেল কম দেয়ার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এজন্য তাদেরকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) ইশতিয়াকের অভিযোগের শুনানিতে নিজেদের চুরির কথা স্বীকার করে নেয় পেট্রোল পাম্প কর্তৃপক্ষ। জরিমানার চার ভাগের একভাগ অর্থ্যাৎ ২৫ হাজার টাকা পেয়েছেন অভিযোগকারী ইশতিয়াক।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান জানান, শুনানিতে স্পষ্ট প্রমাণিত হয়েছে পেট্রল পাম্পটি ভোক্তা অধিকার আইনের ৪৫ ধারা ও ৪৮ ধারা লঙ্ঘন করেছে। এই দুই আইনে ৫০ হাজার করে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘সোহরাব পেট্রোল পাম্প কর্তৃপক্ষ দোষ স্বীকার করে নিয়েছে এবং জানিয়েছে এটা অনাকাঙ্ক্ষিত ভুল।
সফিকুজ্জামান বলেন, সারাদশের পেট্রোল পাম্পগুলো মনিটরিং করার নির্দেশ দেয়া হয়েছে। এ ধরণের প্রতারণা বন্ধে কঠোর অবস্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
উল্লেখ্য, গত সোমবার নিজের মোটরসাইকেলে অকটেন নিতে সোহরাব সার্ভিস স্টেশনে যান ইশতিয়াক। তার অভিযোগ, ৫ লিটার অকটেনের ভাউচার দেয়া হলেও বাস্তবে দেয়া হয়েছে ৩ লিটার বা তার চেয়ে একটু বেশি অকটেন। বিচার দাবি করে পরে তিনি ওই ফিলিং স্টেশনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।
বিএনএ/এ আর