28 C
আবহাওয়া
২:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » হজের ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে আজই

হজের ফিরতি ফ্লাইট শেষ হচ্ছে আজই


বিএনএ, ঢাকাঃ পবিত্র হজ পালন শেষে ৫০ হাজার ৯৮৪ জন হাজি সরকারি-বেসরকারি ১৪১ ফ্লাইটে  দেশে ফিরেছেন। পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার  (৪ আগস্ট)স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-৩৩৬ ফ্লাইটে করে হজযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত ২টা দেওয়া সবশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১৪১টি ফিরতি ফ্লাইটে ৫০ হাজার ৯৮৪ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৭টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৭টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮টি ফ্লাইট।

এবার হজে গিয়ে মোট ২৫ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় মারা গেছেন ৪ জন এবং জেদ্দায় মারা গেছেন ২ জন।

গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ হজযাত্রী। এরপর গত ১৪ জুলাই থেকে হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ