24 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » তিনদিন পর বঙ্গোপসাগর থেকে ১৭ জেলে উদ্ধার

তিনদিন পর বঙ্গোপসাগর থেকে ১৭ জেলে উদ্ধার

তিনদিন পর বঙ্গোপসাগর থেকে ১৭ জেলে উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম: বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়ে তিন দিন ভাসমান অবস্থায় থাকা মাছ ধরার একটি ট্রলারের ১৭ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে তাদের জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) মধ্যরাতে নৌবাহিনীর ‘অনুসন্ধান’ জাহাজে করে তাদের উদ্ধার করা হয়। নৌবাহিনী থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ওই ফিশিং বোট নিয়ে মাছ ধরতে যায় ১৭ জেলে। ওই দিনই বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। কুতুবদিয়া থেকে পাঁচ মাইল দূরে সাগরে ভাসমান অবস্থায় তিন দিন থাকেন জেলেরা ৷ পরে বোট মাস্টার মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল দিয়ে জানালে বিষয়টি নৌবাহিনীকে অবহিত করা হয়। এতে খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওই ফিশিং বোটসহ জেলেদের উদ্ধার করে তীরে নিয়ে আসে। বুধবার সকালে তাঁদের নৌযানের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁদের বাড়ি কুতুবদিয়ায়।

চট্টগ্রাম কোস্টগার্ডের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার হাবিবুর রহমানবলেন, গত ১ আগস্ট সাগরে মাছ ধরতে যাওয়ার এক পর্যায়ে ইঞ্জিন বিকল হয়ে পড়লে জেলেরা সাগরে ভাসতে থাকে। পরবর্তীতে ৯৯৯ এ ফোন পেয়ে নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে অভিযানে গিয়ে ১৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে বোট মালিকের কাছে হস্তান্তর করেছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ