ভারতের ‘আজকের অনুভব পরিবার’ সাহিত্য সম্মান লাভ করলেন সিএইচআরসি’র সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মো. ফখরুদ-দীন। চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ও বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সভাপতি, বিশিষ্ট লেখক ও গ্রন্থপ্রণেতা সোহেল মো. ফখরুদ-দীন ভারতের উত্তর চব্বিশ পরগনার ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতি-ইতিহাস বিষয়ক পত্রিকা ‘আজকের অনুভব পরিবার’ প্রদত্ত সাহিত্য সম্মান ২০২২ লাভ করেছেন।
গত ৩ আগস্ট ২০২২ পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁছারিপাড়া সভাঘরে দুদিনব্যাপী সাহিত্য-সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে বাংলাদেশের কৃতী লেখক ও ইতিহাস গবেষক সোহেল ফখরুদ- দীন কে সম্মাননা স্মারক, উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।
উৎসব ভারতের বিভিন্ন রাজ্যের ও বাংলাদেশের বিশিষ্ট লেখক-গবেষক, কবি-সাহিত্যিকদের মিলনমেলায় পরিণত হয়। এদিকে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন ‘আজকের অনুভব পরিবার’ সাহিত্য সম্মানে ভূষিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উপদেষ্টা সভাপতি লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সাবেক সভাপতি সৈয়দ গোলাম নবী, সহ সভাপতি মো. আবদুর রহিম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, ইঞ্জিনিয়ার মো. নুর হোসেন, ডা. মআআর মুক্তাদীর, বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হক শামীম,দেলোয়ার হোসেন মানিক প্রমুখ।