বিএনএ, চট্টগ্রাম : বঙ্গোপসাগরের সন্দ্বীপ ও ভাসানচর চ্যানেলের মাঝখানে ২ নম্বর বয়ার কাছে একরাম জুনায়েদ নাম একটি বালি(সিলেট সেন্ট) বোঝাই বাল্কহেড ডুবে গেছে। শনিবার(৩জুলাই) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া জাহাজের ৫ নাবিককে সাগরে ভাসতে দেখে পোটল্যান্ড গ্রুপের অয়েল ট্যাংকার ওটি চট্টগ্রাম এর নাবিকরা তাদের জীবিত উদ্ধার করে।
‘ ওটি চট্টগ্রাম ‘ এর সুপারভাইজার নিজাম উদ্দিন রুবেল জানান, ডুবে যাওয়া ভাল্কহেডটি ঢাকা থেকে মহেশখালীর মাতারবাড়ি যাচ্ছিল। ভাসানচর চ্যানেল অতিক্রম করার পর এটি প্রচন্ড ঢেউয়ের কবলে পড়ে। এক পর্যায়ে ইঞ্জিন রুমে পানি ডুকে যায়, পরে ভাল্কহেডটি ডুবে যায়। ৫ নাবিক ১ ঘন্টা ধরে সাগরে ভাসতে থাকে। ওই পথে পায়রা থেকে ফিরছিলেন পোর্টল্যান্ড গ্রুপের অয়েল ট্যাংকার ওটি চট্টগ্রাম। ওটি অয়েল ট্যাংকার চট্টগ্রাম এর নাবিকরা ৫ জনকে উদ্ধার করে। নাবিকরা হচ্ছে, আব্দুল মালেক, শাহীন, জসিম, মেহেদী ও আসাদ।
বি এনএ, এসজি এন