25 C
আবহাওয়া
৭:০৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারা উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের পূনর্মিলনী

আনোয়ারা উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের পূনর্মিলনী

আনোয়ারা উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের পূনর্মিলনী

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম): ঝাঁকজমজপূর্ণ আয়োজনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের নতুন কমিটির পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (৪ জুন) উপজেলার অভিজাত মমতাজ কনভেনশন হলে এই পূনর্মিলনী অনুষ্ঠান হয়।

উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি ৬নং বারখাইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এ কে এম সরোয়ার চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ২নং বারশত ইউনিয়নের দুধকুমড়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ তৌহিদুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার চৌধুরী।

আনোয়ারা উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের পূনর্মিলনী
আনোয়ারা উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের পূনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিতির একাংশ

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলা আহ্বায়ক মো. মুছা তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এম.এ হাসেম চৌধুরী, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মো. নুর আলী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নবী, কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক উম্মে সাজিয়া সুলতানা, কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক মো. ইদ্রিস, উপপ্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব বশিরুল আলম শরিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য মো. কামাল উদ্দিন, মো. রফিকুল ইসলাম ও মো. মোক্তার হোসেন।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্যদের উপস্থিতিতে পূনর্মিলনী অনুষ্ঠান মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠান শেষে আনোয়ারা উপজেলা ইউপি মেম্বার কল্যাণ এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ,বিএম

Loading


শিরোনাম বিএনএ