18 C
আবহাওয়া
১:৪৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ভাবিকে কুপিয়ে হত্যা, দেবর আটক

রাজধানীতে ভাবিকে কুপিয়ে হত্যা, দেবর আটক

কোটচাঁদপুরে প্রকাশ্যে দুই যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

বিএনএ, ঢাকা : রাজধানীর কদমতলীর পশ্চিম জুরাইনে পারিবারিক কলহের জেরে নাজমা বেগম(৩২) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে তারই দেবর। শনিবার (৪ জুন) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেজো দেবর আবুল কালাম সেন্টুকে পুলিশ আটক করেছে।

নিহতের ছোট দেবর নাসির হোসেন জানান, নিহতের স্বামী আবুল হোসেন বেশ কিছুদিন আগে মারা যান। তারপর থেকে একাই থাকতেন ভাবি নাজমা বেগম। শনিবার সকালে আমার মেজো ভাই আবুল কালাম সেন্টু পারিবারিক কলহের জেরে ভাবির ঘরে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এ ঘটনায় বাধা দিতে গেলে আমার হাতেও ছুরির আঘাত লাগে।

তিনি আরও জানান, ঠিক কী কারণে মেজো ভাই বড় ভাবিকে কুপিয়ে হত্যা করেছে, সে বিষয়ে আমি কিছু জানি না। ঘটনার পর উদ্ধার করে ভাবিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

নাসির হোসেন বলেন, আমরা কদমতলীর পশ্চিম জুরাইনের ৪৪ নম্বর বাসায় থাকি। ভাবি দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘাতক আবুল কালামকে পুলিশ আটক করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ