24 C
আবহাওয়া
৬:৪৩ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বৈরী আবহাওয়ায় ভাসানচরে আটকা পড়েছেন চীনের রাষ্ট্রদূত

বৈরী আবহাওয়ায় ভাসানচরে আটকা পড়েছেন চীনের রাষ্ট্রদূত


বিএনএ, নোয়াখালী : বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে ফেরার সময় বৈরি আবহাওয়া ও নদী উত্তালের কারণে আটকা পড়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

শুক্রবার (৩ জুন) দুপুরে রাষ্ট্রদূতকে বহনকারী নৌবাহিনীর জাহাজটি ভাসানচর‌ থেকে রওনা হওয়ার এক ঘণ্টা পর বৈরী আবহাওয়ার কারণে পুনরায় ভাসানচরে ফেরত আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর থানার ওসি মো. মাহমুদুল হক।

ভাসানচর ক্যাম্প ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান বলেন, পূর্ব নির্ধারিত সিডিউল মোতাবেক শুক্রবার বিকেলে ভাসানচর ত্যাগ করার কথা ছিল রাষ্ট্রদূতের। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। আবহাওয়া ভাল থাকলে শনিবার (৪ জুন) সকালে ভাসানচর ত্যাগ করবেন তিনি। সেক্ষেত্রে আবহাওয়া ঠিক না থাকলে হেলিকপ্টারেও যেতে পারেনি তিনি।

উল্লেখ্য, রাষ্ট্রদূত দুইদিনের সফরে ভাসানচরে এসে রোহিঙ্গাদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং রোহিঙ্গাদের একটি ফুটবল খেলায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ