22 C
আবহাওয়া
৮:৩৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ‘টিপু হত্যায় মূল সন্দেহভাজন মুসা ওমানে গ্রেপ্তার’

‘টিপু হত্যায় মূল সন্দেহভাজন মুসা ওমানে গ্রেপ্তার’

টিপু হত্যা: মুসাকে ওমানে থেকে দেশে আনা হয়েছে

বিএনএ ডেস্ক: মতিঝিলে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজশিক্ষার্থী সামিয়া আফনান জামাল প্রীতি হত্যা মামলার প্রধান আসামি সুমন সিকদার মুসা ওমানে গ্রেপ্তার হয়েছেন। তাকে ওমান থেকে দেশে ফিরিয়ে আনতে ঢাকায় ইন্টারপোলের সমন্বয় সংস্থা পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) চেষ্টা করছে।

শুক্রবার (৩ জুন) পুলিশের সহকারী মহাপরিদর্শক মহিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘টিপু হত্যা মামলার তদন্তে মুসার নাম সামনে আসার পর তাকে গ্রেপ্তারে ইন্টারপোলের সহায়তা চাওয়া হয়। এ উদ্যোগের ভিত্তিতেই ওমানে মুসাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, মুসাকে তাকে দেশে ফিরিয়ে আনতে ওমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। ওমানের সঙ্গে বাংলাদেশের এ সংক্রান্ত কোনো চুক্তি নেই। তবে তাকে ফিরিয়ে আনতে ওমানের সঙ্গে আলোচনা চলছে। আগামী সপ্তাহে ৩ সদস্যের একটি দল ওমানে পাঠানোর পরিকল্পনা নেয়া হয়েছে।

গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলী এলাকায় হেলমেটধারী আততায়ীর গুলিতে নিহত হন টিপু। সে সময় গাড়ির কাছেই রিকশায় থাকা বদরুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতিও গুলিতে নিহত হন। এ ঘটনায় টিপুর স্ত্রী ফারহানা ইসলাম ডলি শাহজাহানপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফনান জামাল প্রীতি
জাহিদুল ইসলাম টিপু ও সামিয়া আফনান জামাল প্রীতি

মামলার তদন্তে নেমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মামলার আসামি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, আবু সালেহ সিকদার, নাসির উদ্দিন ওরফে কিলার নাসির, মোরশেদুল আলম ওরফে কায়লা পলাশ এবং আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান ওরফে দামালকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাওয়া তথ্যের বরাত দিয়ে র‍্যাব জানায়, ১৫ লাখ টাকা চুক্তিতে টিপুকে হত্যা করা হয়। এর মধ্যে ওমর ফারুক ৯ লাখ দেন এবং বাকি টাকা মুসা, মো. নাছির উদ্দিন, আবু সালেহ শিকদার দেন। হত্যাকাণ্ডের আগে ১২ মার্চ মুসা দেশ ছেড়ে দুবাই চলে যান বলেও জানায় র‌্যাব।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র