30 C
আবহাওয়া
৩:২৯ অপরাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » “পাকিস্তানের কাঠামোতে আপোসের কোন প্রশ্নই উঠতে পারে না”- প্রধানমন্ত্রী

“পাকিস্তানের কাঠামোতে আপোসের কোন প্রশ্নই উঠতে পারে না”- প্রধানমন্ত্রী

স্বাধীনতার-দলিল-পত্র

শিরোনাম : “পাকিস্তানের কাঠামোতে আপোসের কোন প্রশ্নই উঠতে পারে না”- প্রধানমন্ত্রী

সূত্র : জয় বাংলা

তারিখ : ২ জুন, ১৯৭১

পাকিস্তানের কাঠামোতে কোন আপোসের প্রশ্নই উঠতে পারে না- তাজুদ্দীন

“বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। পাকিস্তানের কাঠামোতে কোন রকম আপোস- মীমাংসার প্রশ্ন উঠতে পারে না”

গত রোববার মুজিব নগর “জয় বাংলা” প্রতিনিধির সাথে এক বিশেষ সাক্ষাৎকারে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তাজুদ্দীন এ ঘোষণা করেন। বহির্বিশ্বে বিভিন্ন মহলে বাংলাদেম সমস্যার ‘রাজনৈতিক সমাধান’ সম্পর্কে যেসব কথা-বার্তা উঠেছে তৎসম্পর্কে জিজ্ঞাসা করা হলে জনাব তাজুদ্দীন উপরোক্ত ঘোষণা করেন।

জনাব তাজুদ্দীন আরও বলেন, ‘যে-কোন মূল্যের বিনিময়ে বাংলাদেশের জনগণ তাদের পৃথক সত্তা ও স্বাধীনতা রক্ষা করবে।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মুক্তিবাহিনীর হাতে নিশ্চিহ্ন হওয়ার আগেই যদি তথাকথিত পাকিস্তানের সামরিক জান্তা তাদের খুনী সৈন্যবাহিনীকে বাংলাদেশের মাটি থেকে সরিয়ে নেন, তবে সেটাই হবে তাদের পক্ষে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।’

(বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র-তৃতীয় খণ্ড) পৃষ্ঠা নং:- ৫০

চলমান………………………….

বিএনএনিউজ/জুয়েল বড়ুয়া

Loading


শিরোনাম বিএনএ