34 C
আবহাওয়া
৯:৪১ অপরাহ্ণ - এপ্রিল ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ওমানে করোনায় বাংলাদেশি ২ ভাইয়ের মৃত্যু

ওমানে করোনায় বাংলাদেশি ২ ভাইয়ের মৃত্যু


বিএনএ, রাউজান : ওমানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাত্র সাত ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার দিবাগত রাত দশটায় মাস্কাট সিটির কৌলা হাসপাতালে একভাই ও একই সিটির রয়েল হসপিটালে অপর ভাই ভোর পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তারা দুইজনই করোনায় চিকিৎসা নিচ্ছিলেন বলে দাবি করেছে পরিবার।

নিহত দুই ভাই হলেন- চট্টগ্রামের রাউজানের চিকদার মৃত সোলতান আহমদের ছেলে আবুল কালাম (৬২) ও আবুল কাশেম (৫২)। তারা ওমানের রাজধানী মাস্কাটে ব্যবসা করতেন এবং আমরাত এলাকায় এক সঙ্গে থাকতেন।

পরিবার সূত্রে জানা যায়, ওমানে থাকাকালীন অবস্থায় গত ঈদের দিন তাদের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হলে সেখানে দীর্ঘ ২১ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তারা মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় তাদের লাশ দেশের আসা হবে না। সেখানে দাফন-কাফন সম্পন্ন করা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ