বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকা থেকে ফেনীর হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি মোবারক হোসেন প্রকাশ মাওলাকে ১৯ বছর পরে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। শনিবার (৩ মে) নগরের দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোবারক হোসেন ফেনী জেলার সদর থানার মধ্যম মাথিয়ারা গ্রামের কমান্ডার ফজলুল হকের ছেলে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গতকাল (শনিবার) বিকেল সাড়ে ৫টার দিকে মোবারককে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ফেনীর একটি হত্যা মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। তাকে ফেনী সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/ নাবিদ/শাম্মী