বিএনএ, চট্টগ্রাম: রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে শুনানি করা হবে আজ রোববার (৪ মে)।
আজ রোববার দুপুরে এ বিষয়ের উপর শুনানি করা হবে বলে গত বুধবারই দিন নির্ধারণ করা হয়। গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ওই সাংবাদিকদের জানিয়েছিলেন ‘রোববার শুনানি হবে।’
এদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশের পর তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, নিম্ন আদালতে জামিন না মিললেও উচ্চ আদালত জামিন দিয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। কিন্তু তিনি সহসা মুক্তি পাচ্ছেন না। কারামুক্তিতে বাধাও নেই। সমস্যা কাগজপত্র নিয়ে।
চিন্ময় দাসের আইনজীবী আরও বলেন, হাইকোর্ট থেকে অর্ডারটি (আদেশ) নিম্ন আদালতে যাবে। যা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পৌঁছতে সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। এরপর তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন। গত পাঁচ মাস আগে রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী হন হিন্দু ধর্মীয় এই নেতা।
অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, গত পরশু ওনার (চিন্ময়) মা এবং আমি কারাফটকে গিয়ে দেখা করেছিলাম। উনি মোটামুটি ভালো আছেন। তবে শরীরটা আগের চেয়ে নষ্ট হয়ে গেছে। প্রায় ৭ কেজি ওজন কমেছে। আমি ওইদিনই আশ্বাস দিয়েছিলাম জামিন হবে তার।
এর আগে, এদিন দুপুরে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন। তার জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন হাইকোর্ট।
এরপর হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর প্রেক্ষিতে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন।
বিএনএনিউজ/নাবিদ/শাম্মী