22 C
আবহাওয়া
১:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ২৬, ২০২৫
Bnanews24.com
Home » আপিলেও জাহাঙ্গীরের মনোনয়ন টিকল না

আপিলেও জাহাঙ্গীরের মনোনয়ন টিকল না


বিএনএ, গাজীপুর: আপিল করেও গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনে মনোনয়ন পাননি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (৪ মে) দুপুরে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ে জাহাঙ্গীর আলমের আপিলের শুনানি হয়।

পরে বিকেলে ঢাকা বিভাগীয় নির্বাচন কমিশনার মো. সাবিরুল ইসলাম জাহাঙ্গীরের আপিল আবেদনটি নামঞ্জুর করেন। গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলমের আপিল আবেদন সম্পর্কে বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের আদেশে বলা হয়, আপিলকারীর আপিল আবেদনটি নামঞ্জুর করা হলো। মনোনয়ন বাতিলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার ৩০ এপ্রিল দেওয়া সিদ্ধান্ত বৈধ।

ঋণখেলাপির জামিনদার হওয়ার কারণে গত ৩০ এপ্রিল জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তা বাতিল বলে ঘোষণা করেন। পরে মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কার্যালয়ের বিভাগীয় অফিসে আপিল করেন জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, ২০১৮ সালে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার টিকিটে মেয়র নির্বাচিত হন জাহাঙ্গীর আলম। দুই বছর আগে বিতর্কিত মন্তব্যের কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হন তিনি। এর পর মেয়র পদও হারান। তবে গত ১ জানুয়ারি জাহাঙ্গীরকে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ