বিএনএ, মানিকগঞ্জ : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন,‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক জরিপে বিনামূল্যে টিকা গ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ প্রথম। যার বাজার মূল্য প্রায় বিশ হাজার কোটি টাকারও বেশি।
বুধবার (৪ মে) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলায় ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে মন্ত্রী এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘করোনা জাদুমন্ত্রে যায় নাই। পরিশ্রম করতে হয়েছে। প্রধানমন্ত্রী আমাদের সার্বক্ষণিক দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করেছেন। আমাদের টার্গেটের ৯৮ শতাংশ লোককে আমরা ভ্যাকসিন দিতে পেরেছি। দেশের ১৭ কোটি মানুষের মধ্যে ৭৫ শতাংশ লোককে টিকা দেওয়া হয়েছে। সে কারণে আজ আমাদের দেশ ভালো আছে।’
তিনি আরও বলেন, ‘করোনা নিয়ন্ত্রণে আছে বলেই আজ দেশের মানুষ আত্মীয় স্বজনদের সঙ্গে বাসে, ট্রেনে, লঞ্চে স্বাচ্ছন্দ্যে ঈদ করতে বাড়ি যেতে পেরেছেন। ঈদের মাঠে সবাই মিলে একসঙ্গে নামাজ পড়তে পেরেছেন। আত্মীয়-স্বজনদের বাড়ি বেড়াতে পারছেন।’
এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন,সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র মো: রমজান আলী, আওয়ামী লীগেসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ঈদ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভার অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার।
বিএনএনিউজ/এইচ.এম।