31 C
আবহাওয়া
১:৪১ পূর্বাহ্ণ - এপ্রিল ২৮, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে প্রতারকের খপ্পরে ব্যবসায়ীরা

মিরসরাইয়ে প্রতারকের খপ্পরে ব্যবসায়ীরা


বিএনএ, মিরসরাই : মিরসরাই ও সীতাকুণ্ডের ব্যবসায়ীরা এক প্রতারকের খপ্পরে পড়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। প্রতারকের কৌশলী প্রতারনার শিকার তারা। মঙ্গলবার ( ৪ এপ্রিল) রাতে মিরসরাই কাশেম শপিং সেন্টারে সর্বশেষ প্রতারনার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, মিরসরাই পৌর বাজার কাশেম শপিং সেন্টারের ইসমাইলের কাপড়ের দোকানে এক ব্যক্তি ৭হাজার ৫শত টাকার  ৬টি থ্রি পিস ক্রয়  করেন‌। নগদ টাকা না থাকায় বিকাশে টাকা পরিশোধ করে চলে যান। ব্যক্তিটি  চলে যাওয়ার পর বিকাশের ব্যালেন্স চেক করে দেখা যায় টাকা যুক্ত হয়নি। বিকাশ মেসেজ টিও ছিল ভুয়া।

জানা গেছে, একই ধরনের ঘটনা একদিন আগে একই ব্যক্তি সীতাকুণ্ডের এক ব্যবসায়ীর সাথেও ঘটিয়েছেন।

সীতাকুণ্ডের ব্যবসায়ী আজম জানান, সীতাকুণ্ড ন্যাশনাল মার্কেটের নিচে তাদের কাপড়ের দোকান কোয়ালিটি ফ্যাশন। রবিবার সন্ধ্যায় এই প্রতারক চট্টগ্রামের স্থানীয় ভাষায় কথা বলে ৭ হাজার ৩শত টাকার জামাকাপড় ক্রয় করে বিকাশ পেমেন্ট করেন। কিন্তু পরবরর্তীতে দেখা যায় তার পেমেন্ট ব্যালেন্সের সাথে যুক্ত হয়নি। মেসেজটি ছিল ভুয়া।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ